এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। পর্দায় ফুটিয়ে তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনির জীবন কাহিনী। সেই সুশান্ত সিং রাজপুতের অকাল প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়াও। বলিউড অভিনেতার মৃত্যুতে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা।
টুইটারে শচীন তেন্ডুলকর লিখেছেন, ” সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে হতবাক এবং দুঃখিত। একজন তরুণ ও প্রতিভাবান অভিনেতা। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল। আত্মার শান্তি কামনা করি।”
Shocked and sad to hear about the loss of Sushant Singh Rajput.
Such a young and talented actor. My condolences to his family and friends. May his soul RIP. ? pic.twitter.com/B5zzfE71u9— Sachin Tendulkar (@sachin_rt) June 14, 2020
ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি লিখলেন, “সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর সংবাদ শুনে আমি হতবাক। মেনে নেওয়া কঠিন। তাঁর আত্মার শান্তি কামনা করি। ভগবান যেন তাঁর পরিবার ও বন্ধুদের সব শক্তি দেন।”
Shocked to hear about Sushant Singh Rajput. This is so difficult to process. May his soul RIP and may god give all the strength to his family and friends ?
— Virat Kohli (@imVkohli) June 14, 2020
সুরেশ রায়না তার টুইটার হ্যান্ডেলে লেখেন, “মাহির বায়োপিকের জন্য আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। একজন সুদর্শন, সদা হাসি মুখ অভিনেতাকে হারালাম।
Shocked to hear about Sushant Singh Rajput. Met him several times as he spent time with us for Mahi’s biopic. We’ve lost a handsome, ever smiling actor.
Om Shanti! https://t.co/PF2WSP5262— Suresh Raina?? (@ImRaina) June 14, 2020
এদিন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসংবাদ পেয়ে স্মৃতি রোমন্থন করেছেন ইরফান পাঠান। টুইটারে তিনি লেখেন, “শেষবার তাজ হোটেলের জিমে দেখা হয়েছিল। কেদারনাথ ছবিতে কাজের জন্য অভিবাদন জানিয়েছিলাম। সে সময় আমাকে ছিছরে দেখার জন্য অনুরোধ করেছিল।”
I chatted with him last at the Taj Hotel Gym, I praised him for his work in Kedarnath & his reply was ‘Bhai please do watch chhichhore’ you will love it!
— Irfan Pathan (@IrfanPathan) June 14, 2020
“অত্যন্ত বেদনাদায়ক খবর। বেশ কয়েকবার ওঁর সঙ্গে দেখা হয়েছে। সদা হাসি মুখ ছিল ওঁর।” টুইটারে লিখলেন হার্দিক পান্ডিয়া।
Extremely heartbreaking news ? Rest in Peace #SushantSinghRajput. Met him a few times and he was such a jovial guy. Strength to all his loved ones. My heart cries for him. pic.twitter.com/4MkmFpeLXz
— hardik pandya (@hardikpandya7) June 14, 2020
মহম্মদ সামি লিখেছেন “হতবাক এবং একই সঙ্গে বেদনাদায়ক ঘটনা। একজন ভালো অভিনেতা খুব তাড়াতাড়ি চলে গেলেন। আমাদের দেখা হওয়ার মুহূর্তগুলো মনে থাকবে।”
Deeply shocked and saddened to learn about the loss of #SushantSinghRajput. A fine actor gone too soon. Will always remember our meeting. RIP brother. pic.twitter.com/Fi4uXQP9rJ
— Mohammad Shami (@MdShami11) June 14, 2020
একইভাবে শোকস্তব্ধ মহম্মদ কাইফ। প্রাক্তন ক্রিকেটার টুইটারে লেখেন ” হাসি মুখের পিছনে অনেক ভাবনা নিয়ে যুদ্ধ হয়েছে। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। মনে রাখবেন এমন মানুষ আছেন যারা আপনাকে ভালবাসে।”
Behind the smiling exteriors there must have been so much battle dealing with so many thoughts. Gone too soon #SushantSinghRajput
Mental health issues need to be addressed with seriousness. It is fine to be vulnerable & seek help. Remember there are people who love you— Mohammad Kaif (@MohammadKaif) June 14, 2020