সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবরে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল। তরুণ অভিনেতার মৃত্যুর খবর নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। অথচ মৃত্যুর খবর সামনে আসার পরেও নিজের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে নানা বিষয় নিয়ে পোস্ট করেছেন প্রয়াত অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী। অভিনেত্রীর এহেন আচরণে উঠছে প্রশ্ন। বন্ধুর মৃত্যুর খবর সত্যিই কি জানতেন না তিনি? না কি চরম উদাসীনতার বহিঃপ্রকাশ?

রবিবার অভিনেতার মৃত্যুর খবর সামনে আসার পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। নিজের প্রমোশন্যাল পোস্ট ইনস্টা স্টোরিতে শেয়ার করতে কিংবা আরমান মালিকের গানকে নিজের বর্তমান ‘ফেবারিট জ্যাম’ বলে উল্লেখ করতে দেখা যায় তাঁকে।
আনু্ষ্ঠানিকভাবে কোনওদিন সম্পর্কে সীলমোহর না দেননি তাঁরা। তবে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর প্রেম সম্পর্কের খবর সবারই জানা। চলতি বছর জানুয়ারিতে সুশান্তের জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়ে প্রেমের খবরে কার্যত স্ট্যাম্প দিয়েছিলেন রিয়া। সুশান্তের সঙ্গে দুটো ছবি পোস্ট করে রিয়া লিখেছিলেন, “শুভ জন্মদিন মানব সভ্যতার সবচেয়ে সুন্দর, সবচেয়ে বিশাল ব্ল্যাক হোল। এ ভাবেই এগিয়ে যাও সুশান্ত। সোনা দিয়ে মোড়া তোমার মন।”





























































































































