বিজেপির রাজ্য কমিটিতে কিছু রদবদল করবে দিল্লি?

0
2

রাজ্য বিজেপির নবগঠিত কমিটিতে কিছু রদবদল হতে পারে। এবং তা হবে দিল্লির হস্তক্ষেপে। মুকুল রায় দিল্লিসফর সেরে ফেরার পর এই ইঙ্গিত মিলেছে। এক্ষেত্রে শমীক ভট্টাচার্য, দেবজিৎ সরকার এবং কাশেম আলি সংযোজিত হতে পারেন। জানা গিয়েছে, অরবিন্দ মেনন নাকি কমিটি গঠনের বিষয়ে উপেক্ষিত থাকার কারণে পশ্চিমবঙ্গের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন। অমিত শাহ মেননকে ইস্তফা দিতে বারণ করেছেন। এদিকে সোমবার বীরভূম সফরে যাচ্ছেন মুকুল। তাঁকে এখন জেলাসফর শুরু করতে বলেছে দিল্লি। মুকুলশিবিরের খবর, রাজ্য বিজেপির কিছু কাজ অপছন্দ হওয়ায় হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় নেতৃত্ব।