প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যার পাঁচ দিনের মধ্যেই আত্মঘাতী সুশান্ত , মৃত্যু ঘিরে উঠছে প্রশ্ন!

0
2

রবিবার সুশান্তের আত্মহত্যার খবর পেয়েই অনেকে ফিরে তাকাচ্ছেন পাঁচ দিন আগের এক ঘটনার দিকে। গত ৮ জুন সোমবার আত্মহত্যা করেছিলেন সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। মুম্বইয়ের মালাডের একটি বহুতল আবাসনের ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন দিশা। তাঁকে বরিভেলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। তখন একটি পোস্টও করেছিলেন সুশান্ত নিজে। তিনি টুইট করেন, “প্রিয় মানুষ চলে গেল।” তার ঠিক পাঁচ দিন পরেই একই পরিণতি সুশান্ত সিং রাজপুতের। পরপর এই ঘটনা প্রায় সকলকেই ভাবাচ্ছে। প্রশ্ন উঠছে মৃত্যু ঘিরে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার খবর শুনে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছে বলিউড। মাত্র ৩৪ বছরের ঝকঝকে এক তরুণ এমন কী হতাশায় ভুগছিলেন? তার জীবনে এমন কী সমস্যা ছিল ?তা ভেবে পাচ্ছেন না তাঁর কাছের মানুষেরা।কেন তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে বিষয়ে পুলিশ এখনও পর্যন্ত কিছু বলেনি। কারণ তদন্ত শুরু হয়েছে। কিন্তু গত ৮ জুনের ঘটনার সঙ্গে মনে করে অনেকেই এই প্রশ্ন তুলছেন প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যা ৫ দিন পরে কেন আত্মঘাতী হলেন সুশান্ত ?উঠেছে বিরাট প্রশ্ন।