হঠাৎ সুব্রত মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ দিলীপ! কিন্তু কেন?

0
2

তৃণমূল যাঁর দু-চোখের বিষ। তৃণমূল বিরোধিতাই যাঁর রোজনামচা, সেই দিলীপ ঘোষের মুখেও এবার রাজ্যের বর্ষীয়ান মন্ত্ৰী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের প্রশংসা। কার্যত সুব্রত মুখোপাধ্যায়ের গুনগান গাইলেন বিজেপি রাজ্য সভাপতি। বিষয়টি কিছুটা ভূতের মুখে রাম নামের মতোই।

কিন্তু কেন?

ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে কতটা ব্যর্থ সেটা যুক্তি দিয়ে বোঝাতে গিয়েই দিলীপ বলেন, “শুধুমাত্র নরাজনীতি করার জন্য বলছি না। ফিরহাদ পুরসভার ঐতিহ্যের সঙ্গে একেবারেই বেমানান । সুব্রত মুখার্জিও কলকাতার মেয়র ছিলেন, তাঁর প্রশাসনিক দক্ষতার কথা আমরা সকলে জানি। তাঁকে তো দল মেয়র করতে পারত। তাহলে এইসব বিতর্ক উঠতই না।”

‌এসব শুনে সুব্রত মুখার্জির ছোট্ট প্রতিক্রিয়া, “আমাদের সুন্দর সংসারেবিভেদ তৈরি করতেই এসব দিলীপের অপচেষ্টা।” অভিযোগ তৃণমূলের।