কোভিড আক্রান্ত সুস্থ ৪০ পুলিশকর্মী ফিরলেন বাড়িতে

0
2

কোভিডে আক্রান্ত ৪০জন পুলিশকর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। শনিবার কেপিসি হাসপাতাল থেকে তাদের ছুটি দিয়ে দেওয়া হলো। তাদের অভিনন্দন জানিয়ে পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে বিদায় জানাল হাসপাতাল কর্তৃপক্ষ। সুস্থ হয়ে ফেরা এককর্মী জানালেন, সারাদিন ঘুরে ঘুরে ডিউটি করতে হতো। আক্রান্ত হয়েছিলাম। অসুস্থতা আমাদের শিক্ষা দিয়ে গেল। এখন মানুষকে বোঝাতে পারব। সাবধানতার কথা বলতে পারব। আর কোভিড নিয়ে অযথা আতঙ্কেরও কিছু নেই তা জানাতে পারব। স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ছিলেন যাদবপুর থানার ওসি পুলক দত্ত।