রাস্তায় গোল দাগ কাটলে আর ঝাড়ুদার হলেই করোনা রোখা যায় না, কটাক্ষ সোমেনের

0
2

নাম না করে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, রাস্তায় নেমে গোল দাগ কাটলে আর ঝাড়ুদার হলেই করোনা রোখা যায় না। খুব লজ্জার ব্যাপার, করোনার জন্য কোনও পরিকাঠামোই নেই এই রাজ্যে।

সুপ্রিম কোর্ট শুক্রবার যে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যবিধি নিয়ে যে ভর্ৎসনা করেছে, যেখানে পশ্চিমবঙ্গের নামও রয়েছে। তারই প্রেক্ষিতে এদিন সোমেন মিত্র বললেন, “রাজ্যের পক্ষে অত্যন্ত লজ্জার যে করোনা মোকাবিলায় এ রাজ্যের স্বাস্থ্যবিধি একেবারে ভেঙে পড়েছে। বিরোধীরা একাধিকবার বলা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কর্ণপাত করেননি। শুধু রাস্তায় নেমে লকডাউন ভেঙে গোল গোল দাগ করলেই বা ঝাড়ু নিয়ে ঝাড়ুদারি করলেই স্বাস্থ্যবিধি মানা যায় না।”

এখানে শেষ নয়। প্রদেশ কংগ্রেস সভাপতি সুর চড়িয়ে বলেন, “মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার সময় বলেছিলেন রাজ্যে সুপার স্পেশালিটি হসপিটাল ও মাল্টি স্পেশালিটি হসপিটাল করবেন। কোথায় গেল সেই হসপিটাল? আসলে কঠিন সময়ে রাজ্যের মানুষের জন্য কোনও হসপিটালের সুবিধা নেই।”

সুপ্রিম কোর্ট না বললে হয়তো কেউ বিশ্বাস করত না, এই রাজ্যের স্বাস্থ্যের আসলে যে বেহাল দশা। বিরোধীরা একাধিকবার এই দাবি করে আসছিল। বিরোধীদের সঙ্গে সহযোগিতা করে রাজ্য সরকার এগিয়ে চলুক। এমনটাই মন্তব্য করেন সোমেন মিত্র।