করোনা! মনমোহন সিংয়ের বাংলোর দেওয়ালে কোয়ারেন্টাইনের নোটিশে চাঞ্চল্য

0
2

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাড়ির বাইরে হঠাৎ কোয়ারান্টাইন নোটিশ। আর সে নিয়ে নয়া দিল্লির রাজনৈতিক মহলে তুমুল উত্তেজনা। সকলেরই প্রশ্ন সুস্থ আছেন তো ৮৭ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী!

দিল্লির ৩ নম্বর মতিলাল নেহরু প্লেসের বাংলোয় থাকেন মনমোহন সিং। শনিবার সকালে হঠাৎই তাঁর বাড়ির সামনের দেওয়ালে কোয়ারেন্টাইনের নোটিশ দেখতে পাওয়া যায়। অনুসন্ধানের পর জানা যায় মনমোহনের বাংলোর যাঁরা পরিচারিকার কাজ করেন তাঁদের একজনের মেয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করে পরিচারিকার বাড়ির বাকি সকলকে হোম কোয়ারেন্টাইন করা হয় এবং বাংলোর বাইরের দেওয়ালে কোয়ারেন্টাইনের নোটিশ লাগানো হয়। এই খবর পাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন কংগ্রেস নেতৃত্ব। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বর্তমানে রাজস্থানের সাংসদ মনমোহন সিং সুস্থই আছেন।