মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সে বদল, সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র 

0
2

আইন, প্রশাসন, পুলিশের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেও লুকিয়ে নাবালিকার বিয়ে দেওয়ার রীতি আছে এই দেশে। কিন্তু তাতে সমস্যার মুখোমুখি হতে হয় সেই নাবালিকাকে। বন্ধ হয়ে যায় পড়াশোনা। অথবা সন্তানের জন্ম দিতে গিয়ে কিশোরীর মা বা সন্তানের শারীরিক সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধান করতে এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মেয়েদের বিয়ের বয়স পুনর্বিবেচনা করতে চলেছে কেন্দ্র।

এ বিষয়ে টাস্কফোর্স গঠন করেছে কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রক। টাস্ক ফোর্সের মাথায় রয়েছে নীতি আয়োগ। মহিলাদের বিয়ের বয়স সহ মাতৃত্ব সংক্রান্ত বিষয়, সন্তান জন্মের পর পুষ্টি সংক্রান্ত বিষয় আলোচনার জন্য
১০ সদস্যের একটি দল গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯৭৮ সালে মহিলাদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও পুরুষের বিয়ের ন্যূনতম বয়স ২১ নির্ধারণ করা হয়। তার আগে মেয়েদের বিয়ের বয়স ছিল ১৫ বছর। কিন্তু বর্তমান আর্থ-সামাজিক পরিকাঠামোর কথা বিবেচনা করে নিয়ম বদল করতে চাইছে কেন্দ্র। ১৮ থেকে বাড়িয়ে ন্যূনতম বয়স ২১ করার কথা বিবেচনা করছে সরকার।