ফের দেশজুড়ে একদিনে সর্বাধিক সংক্রমণের রেকর্ড। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। গতকাল ১০ হাজারের গণ্ডি টপকানো পর আজ, শনিবার ১১ হাজার টপকে গেল সেই সংখ্যাটা। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৫৮ জন। যা এ পর্যন্ত ভারতে একদিনের হিসেবে সর্বাধিক। এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮৬ জনের। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এই তথ্য দেওয়া হয়েছে।
সেখানে আরও জানান হয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮ হাজার ৯৯৩। মৃত্যু হয়েছে মোট ৮ হাজার ৮৮৪ জন রোগীর। তবে ইতিমধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ১ লক্ষ ৫৪ হাজার ৩২৯ জন রোগী। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৪৫ হাজার ৭৭৯ জন।































































































































