বিশেষ এবার বাংলাসহ ছয় রাজ্যে নতুন করে কড়া লকডাউন? By EBBS Desk - June 12, 2020 0 2 FacebookTwitterPinterestWhatsApp মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই কি আবার কড়াভাবে লকডাউন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী? ইঙ্গিত প্রবল। যে প্রবলভাবে করোনা ছড়াচ্ছে, তাতে এছাড়া উপায় নেই। বাংলাসহ ছয় রাজ্য এই তালিকায় থাকতে পারে। বাকিদের ক্ষেত্রে একটু ভিন্ন নীতি। তবে কিছু চূড়ান্ত হয়নি এখনও।