বিহার সীমান্তে নেপাল পুলিশের গুলি, নিহত এক ভারতীয়, গুলিবিদ্ধ দুই

0
2

বিহারের সীতামারীতে নেপাল সীমান্ত পুলিশের গুলিতে মৃত এক ভারতীয়। বিহারের সীতামারী সংলগ্ন ইন্দো-নেপাল সীমান্তে হওয়া এই ঘটনায় জখম আরও দুই। গুলিবিদ্ধদের সীতামারীর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসএসবি’র ডিজি এই খবর জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। লগন যাদব নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ। এসএসবি’র পাটনা ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় কুমার বলেছেন, আমাদের তরফে নেপাল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। জানা গিয়েছে, বিকাশ যাদব নামে বছর ২২-এর মৃত ওই যুবকের পেটে গুলি লেগেছিল। উমেশ রাম আর উদয় ঠাকুরকে সীতামারীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।