মিড ডে মিলের সঙ্গে এ বার মাস্ক ও সাবান দেওয়া হবে। ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বৃহস্পতিবার সাংবাাদিক বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন৷ তিনি বলেছেন, “পড়ুয়াদের স্বাস্থ্যবিধি মানতে হবে৷ সরকারও এ বিষয়ে যথেষ্ট সচেতন৷ সে কারনেই এই সিদ্ধান্ত”৷