ফাঁকা মাঠেও আইপিএল করতে আগ্রহী সৌরভ

0
7

আইপিএল হবে? এ ব্যাপারে অনেকটাই আশাবাদী বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ মনে করছেন প্রয়োজনে ফাঁকা মাঠে আইপিএল প্রতিযোগিতা করা যেতে পারে। এ ব্যাপারে রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে প্রাথমিক একটি ধারণা দিয়েছেন সৌরভ। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ করার সিদ্ধান্ত আইসিসি বারবার পিছিয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়া জানিয়েছে তারা টুর্নামেন্ট করতে পারবে না। মাঝে চেষ্টা করা হচ্ছিল করোনা মুক্ত নিউজিল্যান্ডে করার। কিন্তু নিউজিল্যান্ড জানিয়ে দিয়েছে তারা বিশ্বকাপ করতে আগ্রহী নয়। ফলে বিশ্বকাপ কার্যত হবেই না। এই অবস্থায় ফাঁকা মাঠে আইপিএল করার চেষ্টা করছেন। কারণ, এর সঙ্গে জড়িয়ে কয়েক হাজার কোটি টাকা।