সুখবর শোনালেন প্রধানমন্ত্রী। গুজরাতের গির অরণ্যে ঐতিহ্যবাহী এশিয়াটিক লায়নের সংখ্যা বেড়েছে। বেড়েছে তাদের ব্যাপ্তিও। টুইট করে দেশবাসীকে এই দুই সুখবর জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গির অরণ্যই এখন বিশ্বের এশিয়াটিক লায়নের শেষ আবাসস্থল। গুজরাত সরকারের বন দফতর জানিয়েছে, গত পাঁচ বছরে সেখানে প্রায় ২৯ শতাংশ বেড়েছে সিংহের সংখ্যা। এখন রয়েছে ৬৭৪টি। সিংহের সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করার জন্য গুজরাতবাসীকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বুধবার রাতে গির অরণ্যের সিংহদের চারটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি লেখেন, দারুণ সুখবর। গির অরণ্যে ঐতিহ্যবাহী এশিয়াটিক লায়নের সংখ্যা বেড়েছে প্রায় ২৯%। একইসঙ্গে ভৌগোলিকভাবে তাদের ব্যাপ্তির এলাকাও ৩৬% বেড়েছে। এই দারুণ কৃতিত্ব অর্জনের জন্য গুজরাতের মানুষ ও যাঁরা চেষ্টা চালিয়ে গিয়েছেন তাঁদের ধন্যবাদ।





























































































































