চলতি বছরের জুনেই ফের গ্রহণ। রবিবার ২১ জুন হবে সূর্যগ্রহণ। সকাল থেকে নামবে আধার। দিনের বেলাতেই নামবে অন্ধকার, মনে হবে রাত নেমেছে ।
আগামী ২১ জুন সকাল ৯টা ১৫ মিনিট থেকে শুরু হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। সবথেকে বেশি প্রভাব থাকবে ১২টা ১০ মিনিটে। এই গ্রহণও ভারতে দেখা যাবে। সঙ্গে দক্ষিণ পূর্ব ইউরোপ, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকায়।
এই দিনটিতে পৃথিবী ও সূর্যের ঠিক মাঝখানে চলে আসবে, ফলে চাঁদের ছায়ায় ঢেকে যাবে সূর্যের মাঝের অংশ। শুধুমাত্র বহিরাংশের আলোর ছটা দৃশ্যমান হবে। উত্তর ভারত এবং পাকিস্তান, চিন থেকে দেখা যাবে সূর্যের বলয় (Solar Ring)। এছাড়া মধ্য আফ্রিকার ইথিওপিয়া, কঙ্গো থেকেও দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ।
নিশ্চয়ই ভাবছেন কখন দেখা যাবে সেই সৌরবলয়? বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী , ওইদিন রাত ১২.১০ নাগাদ হরিয়ানা, রাজস্থান, দেরাদুন এবং দিল্লির কয়েকটি অংশ থেকে
সবচেয়ে ভালভাবে মহাজাগতিক এই ঘটনা চাক্ষুষ করতে পারবেন বাসিন্দারা।
আকাশের দিকে তাকিয়ে কেউ এই সূর্যগ্রহণের (Solar Eclipse) সাক্ষী থাকতেই পারেন, তবে খালি চোখে মোটেই এই সূর্যগ্রহণ দেখা উচিত নয়। ইউভি রশ্মিকে আটকাতে সক্ষম এমন কাঁচের মাধ্যমেই ওই গ্রহণ দেখতে হবে, খালি চোখে গ্রহণ দেখা চোখের পক্ষে ক্ষতিকারক।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.