একসময়ের মঞ্চ কাঁপানো যাত্রাসম্রাজ্ঞীর হাতে আজ ভিক্ষার ঝুলি! সাহায্য পুলিশের

0
2

যাত্রাসম্রাজ্ঞী মধুমিতা চক্রবর্তীর হাতে আজ শুধুই ভিক্ষার ঝুলি। একসময়ের মঞ্চ কাঁপানো অভিনেত্রীকে আজ মানুষ দেখতে পাচ্ছেন ভিক্ষার থলি হাতে। চরম দুরবস্থা। এখন রঙ্গমঞ্চের রং, আলো, দর্শক নয়, মধুমিতা দুবেলা-দুমুঠো খেতে পেলেই খুশি। এখন তাঁর আঁচল ভরে মানুষের সাহায্য পেলে। এতদিন বেলদার রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষে করছিলেন তিনি।

এই যাত্রাসম্রাজ্ঞীর এমন দুরবস্থার খবর পেয়ে পাশে দাঁড়ালেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজি সামসুদ্দিন আহমেদ। তিনি ওসির মাধ্যমে খাবার ও টাকা পৌঁছে দিলেন ওই শিল্পীর বাড়িতে বাড়িতে।

এখন বয়সের ভারে নুয়ে গিয়েছেন তিনি। নেই রঙ্গমঞ্চ। নেই বায়না। একসময়ের চড়া মেকআপ আজ আঁচলে ঢাকা। অভিনয় ছাড়া কিছুই জানেন না তিনি। আজ তাঁর মুখে বিলাপ ছাড়া নেই সংলাপ। বাস্তবের যাত্রাসম্রাজ্ঞী মধুমিতা চক্রবর্তী এখন দু’বেলা দু’মুঠো অন্ন পেলেই তাঁর মুখে ফোঁটে হাসি।