কেপিসি হাসপাতাল থেকে ছাঁটাই কর্মীদের নিয়ে বিক্ষোভ বিজেপির

0
2

যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রায় ৭০ জন হাউসকিপিং কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে। এই কঠিন সময়ে তাঁদের কাজে পুনর্বহাল করার দাবিতে বিজেপির পক্ষ থেকে ওই কর্মীদের সঙ্গে নিয়ে আজ, বুধবার বিক্ষোভ প্রদর্শন করা হয়। হাসপাতালে গেটের সামনে দুপুর থেকে শুরু হয় এই বিক্ষোভ।

রাস্তা আটকে বিক্ষোভ যে দেখানো হবে, আগে থেকেই খবর ছিল পুলিশের কাছে। সেই কারণে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল কেপিসি হাসপাতালের মূল গেট হাসপাতালের ভেতরে। বিক্ষোভ দেখানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশ সমস্ত বিক্ষোভকারীদের তুলে লালবাজারে নিয়ে যায়।

জানা গিয়েছে, এইসব কর্মীরা সরাসরি কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মী না হলেও, বিভিন্ন প্রাইভেট এজেন্সির মারফত এখানে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন। তাঁদের রুজি-রুটি এখন প্রশ্নের মুখে।