মনে হচ্ছে জুলাইতেও স্কুল খুলবে না: মুখ্যমন্ত্রী

0
2

“মনে হচ্ছে জুলাই মাসেও স্কুল খুলবে না। তবে সূচি মেনে হবে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা”- বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল ৩০ জুন পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। জুলাই থেকে ফের শুরু হবে পঠনপাঠন। কিন্তু সেটাও সম্ভব হবে না বলেই মনে হচ্ছে বলেই জানান মমতা। তবে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি সেরে ফেলা হবে বলেই জানান তিনি। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ১৫ অগাস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, এরকম কোন নির্দেশ তাঁদের কাছে এখনও এসে পৌঁছয়নি। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্কুল খোলার বিষয়ে চূড়ান্তভাবে জানাবে রাজ্য শিক্ষা দফতর।

পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলিকে ফিজ না বাড়ানোর আবেদন জানান। তিনি বলেন, এখন মানুষের হাতে টাকা থাকাটা খুব জরুরি। সুতরাং অতিরিক্ত ফিজ যেন বেসরকারি স্কুলগুলি আদায় না করে।