মানুষকে সচেতন করতে, আতঙ্ক কাটাতে এবং পথচলতি মানুষের স্বাস্থ্য পরীক্ষা করতে রাস্তায় নামলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরি। বিভিন্ন রাজ্যে থেকে মুর্শিদাবাদে ফিরেছেন বহু পরিযায়ী শ্রমিক। ফলে আতঙ্কিত জেলা। বুধবার সকালে বহরমপুরের গির্জা মোড় থেকে কান্দি বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত পায়ে হেঁটে পথচারী ও হকার ও দোকানদারদের থার্মাল গানের সাহায্যে শরীরের তাপমাত্রা পরীক্ষা করেন কংগ্রেস সাংসদ। হাঁটার সময়ই অধীরবাবু লক্ষ্য করেন অনেকের মুখেই মাস্ক নেই৷ তাদের সচেতন করেন অধীর। অনেককে মাস্কও পরিয়েও দেন। ভিন রাজ্যে আটকে থাকা পড়ুয়া ও শ্রমিকদের ঘরে ফেরারোর জন্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছিলেন বহরমপুরের সাংসদ। বলেছিলেন, ভিন রাজ্যে থাকা মানুষজনকে পশ্চিমবঙ্গ সীমান্ত পর্যন্ত পৌঁছে দেবেন। ঘরে ফেরার অনুমতি দিক রাজ্য সরকার। বিজেপির মঙ্গলবারের কর্মসূচি নিয়ে অমিত শাহকেও নিশানা করেন। গতকাল ছিল অমিত শাহের পশ্চিমবঙ্গে ভার্চুয়াল জনসভা। তাকে কটাক্ষ করে অধীর এদিন বলেন, ” ভার্চুয়ালে কাজ হবেনা, এবার একটু অ্যাকচুয়াল হোক! এখন রাজনীতি নয়। করোনার হাত থেকে বাংলাকে বাঁচানো সমস্ত রাজনৈতিক দলের প্রধান কর্তব্য হওয়া উচিত।”