চলতি বছরের শুরুতেই হিংসার আগুনে জ্বলেছিল রাজধানী দিল্লি। এবার সেই ঘটনার চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। আর তাতে উস্কানিমূলক মন্তব্য করেও নাম নেই কপিল মিশ্র সহ একাধিক বিজেপি নেতার।
অথচ ঘটনার আগে একাধিক উসকানিমূলক মন্তব্য করেছিলেন বেশ কয়েকজন বিজেপির শীর্ষনেতা। কিন্তু পুলিশের দেওয়া চার্জশিটে সেই বিষয়ের কোনও উল্লেখ নেই। বিতর্কিত সিএএ–এর বিরুদ্ধে যাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন, শুধুমাত্র তাঁদেরই অভিযুক্ত করা হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।
কী আছে পুলিশের দেওয়া চার্জশিটেে? জানা গিয়েছে, ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রতিবাদ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অধিকাংশ ঘটনার বিবরণ থাকলেও বিজেপি নেতা কপিল মিশ্র থেকে অনুরাগ ঠাকুর, কারোর বক্তব্যেরই উল্লেখ নেই। বদলে সিএএ বিক্ষোভকারী, জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং শাহিনবাগের বিক্ষোভকারীদের নাম রয়েছে।
ওই রিপোর্টে শুধু উল্লেখ করা হয়েছে, প্রতিবাদীদের কী ভূমিকা ছিল, জামিয়া মিলিয়ায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কি ভূমিকা ছিল।
যদিও কপিল মিশ্র পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সামনেই কার্যত হুমকি দিয়েছিলেন, পুলিশ রাস্তা থেকে সমাবেশ তুলতে না পারলে তিনি রাস্তায় নামবেন। এরপরই মৌজপুর থেকে পূর্ব দিল্লির একাধিক জায়গা থেকে সাম্প্রদায়িক হানাহানির খবর আসতে থাকে। টানা চারদিন জ্বলে রাজধানী দিল্লি। ৫০ জনের বেশি লোক মারা যান। যাঁর মধ্যে অধিকাংশই ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানু্ষ। গোটা দেশে কপিল মিশ্রর ওই বক্তব্য নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। এমনকি বদলি হওয়ার আগে ঘটনার শুনানিতে দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি এস মুরলিধর। অথচ চার্জশিটে সেই ঘটনার উল্লেখ না থাকায় বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.































































































































