বাড়ির সামনে মদ ও জুয়ার আসরের প্রতিবাদ। দুষ্কৃতীদের গুলিতে ‘খুন’ হলেন প্রতিবাদী। ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদের ধূলিয়ান পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে এলাকায়।
প্রতিদিনই বাড়ির পাশেই মদ ও জুয়ার আসর বসে। মঙ্গলবার তার প্রতিবাদ করেন অনুকূল শেখ। এই নিয়ে দুষ্কৃতীদের সঙ্গে তাঁর বচসা বাধে। অভিযোগ, তখনই অনুকূলকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। বাবাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তাঁর ছেলে শহিদুল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় শহিদুলকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সামসেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
তদন্তে নেমে সামসেরগঞ্জ থানার পুলিশ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।





























































































































