কথা থাকলেও 10 তারিখ থেকে সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন- আওয়াজ শোনা যাবে না টলিপাড়ায়। এ বিষয়ে আর্টিস্ট ফোরামের ঘাড়ে দোষ চাপিয়েছে ‘ওয়েস্টবেঙ্গল টিভি প্রোডিউসার্স’ সংগঠন। নিজেদের ফেসবুক পেজে তারা লিখেছে,
“চ্যানেল, ফেডারেশন ও প্রযোজকদের যৌথ উদ্যোগ ও সম্পূর্ণ সহযোগিতা থাকা সত্ত্বেও শুধুমাত্র আর্টিস্ট ফোরামের ইচ্ছাকৃত আপত্তি থাকার কারণে আমরা কাল থেকে শ্যুট শুরু করতে পারছি না। এমতাবস্থায় আমরা সিদ্ধান্ত নিলাম যে যতদিন দেশে করোনা পরিস্থিতি থাকবে ততদিন আমরা শ্যুট শুরু করব না”।
যদিও সূত্রের খবর, কেয়ারটেকার সংগঠনই শুটিংয়ে নারাজ। কারণ তাদের অভিযোগ, এখনও পর্যন্ত কোনও বৈঠকে তাদের ডাকা হয়নি। তাদের বিমা, চিকিৎসা বা স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিও পুরোপুরি অন্ধকারে রয়েছে। ফলে তারা শুটিংয়ের কোনও জিনিসপত্র সরবরাহ করবে না বা যোগ দেবে না।
আবার আরেকটি সূত্রে খবর, একটি বৈঠক হয়েছিল। কিন্তু তাতে সব পক্ষ ঐকমত্যে পৌঁছতে পারেনি। এমনকী কোনও লিখিত চুক্তিপত্র তৈরি হয়নি। এমতঅবস্থায় ফিল্ম ও সিরিয়ালের শুটিং শুরুর কোনও সম্ভাবনা নেই। কিন্তু এই পরিস্থিতিতে ডব্লিউএটিপি কেন আর্টিস্ট ফোরামকে জড়ালো তার কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। এ বিষয়ে ফোরামের তরফ থেকেও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.