বড় রাস্তা, উড়ালপুল বাদ দিয়ে কলকাতায় চালানো যাবে সাইকেল, বিজ্ঞপ্তি পুলিশের

0
2

কলকাতার অলি-গলি এবং বাসট্রাম চলে না যে সব রাস্তায়, সেখানে এ বার চালানো যাবে সাইকেল৷

গণপরিবহনের অপ্রতুলতায় এই মুহুর্তে সাইকেলই যে ভরসা, তা বুঝেছে কলকাতা পুলিশ৷ সে কারনেই সাইকেল চালানোর অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ।

সবাইকে অফিসে আসার ফতোয়া দিয়েও পথে এখনও পর্যাপ্ত গাড়িঘোড়া নামাতে পারেনি প্রশাসন৷ ওদিকে মেট্রো-লোকাল ট্রেনও বন্ধ৷ ওদিকে করোনা রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখাও দরকার, এই দুই দিক মাথায় রেখেই বিকল্প হিসাবে সাইকেলকেই
এবার হাতিয়ার করলো প্রশাসন৷ বর্তমানে কলকাতা পুলিশ-আইন অনুযায়ী শহরের অধিকাংশ রাস্তাতেই সাইকেল চালানো নিষিদ্ধ। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সাল পর্যন্ত কলকাতা শহরের যান চলাচলের জন্য গুরুত্বপূর্ণ ৩৪ টি রাস্তায় সাইকেল চালানো নিষিদ্ধ ছিল। পরবর্তীতে সেই সংখ্যা বেড়ে হয় ৭০। এর অর্থ, সাইকেল চালানোর সুযোগই নেই কলকাতায়। কলকাতা পুলিশ-আইন বলছে, নিষিদ্ধ রাস্তায় সাইকেল চালালে জরিমানা এবং যান বাজেয়াপ্ত দুই হতে পারে।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাইকেলকেই সবুজ সংকেত দিলো পুলিশ ৷
কলকাতার নগরপাল অনুজ শর্মা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, উড়়ালপুল এবং গুরুত্বপূর্ণ রাস্তা ছাড়া গলিপথে সাইকেল চালানো যাবে আগামী ৩০ জুলাই পর্যন্ত। লালবাজার জানাচ্ছে, এটা প্রাথমিক বিজ্ঞপ্তি। এর পর ট্রাফিক গার্ডগুলোর পাঠানো রিপোর্ট দেখে সাইকেল রুট পরিকল্পনা করা হবে। অর্থাৎ কোন কোন পথে সাইকেল চালানো যাবে, তা সুনির্দিষ্ট করা হবে।