ভারতীয় সেনাকে অপমান করেছেন একতা কাপুর। এই অভিযোগে তোলপাড় সোশ্যাল মিডিয়া। একতা ক্ষমা চাইলেও থামেননি নেটিজেনরা। তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। একতাকে লাগাতার ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী একতা ও তাঁর ৭১ বছরের মাকে ‘ উচিত শিক্ষা’ দিতে চেয়েছেন ইউটিউবার বিকাশ পাঠক।
একতা কাপুরের প্রযোজনা সংস্থা এএলটি বালাজির ওয়েব সিরিজ ‘ট্রিপিল এক্স আনসেনসরড’-এ ভারতীয় সেনা এবং সেনাউর্দিকে অপমান করা হয়েছে। এই অভিযোগ তোলেন মেজর টিসি রাও এবং নেটিজেনরা। কী দেখানো হয়েছে সেই ওয়েবসিরিজে? একটি দৃশ্য দেখানো হয় স্বামী সীমান্তে শত্রুপক্ষের মোকাবিলা করছেন, সেই সময়ে এক সেনাপ্রধানের স্ত্রী বাড়িতে অন্য পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত। ওই সেনাপ্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনী এবং তাঁদের পরিবারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে।
ইতিমধ্যেই একতার বিরুদ্ধে মোট গুরুগ্রাম, ইন্দোর সহ তিনটি জায়গায় এফআইআরও দায়ের করা হয়েছে। ইউটিউবার হিন্দুস্থানি ভাও ওরফে বিকাশ পাঠক ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীদের কাছে একতা এবং তাঁর মাকে ‘ উচিত শিক্ষা’ দেওয়া ডাক দিয়েছেন।
ওয়েব সিরিজের বিতর্কিত দৃশ্য মুছে দিয়েছে বালাজি। একতা কাপুর জানিয়েছেন ভারতীয় সেনাকে অপমান করার কোনও উদ্দেশ্য ছিল না। কিন্তু তাতেও রেহাই মেলেনি। কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে একতাকে। একাধিকবার ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে তাঁকে।




























































































































