একের পর এক পশুর উপর নৃশংস আচরণ চলছে দেশে। কেরলে হাতির মৃত্যুর পর এবার সামনে এলো গর্ভবতী গরুর উপর অত্যাচারের ঘটনা। অভিযোগ খাবারের সঙ্গে বাজি বেঁধে তাকে খাওয়ানো হয়েছিল। মুখেই সেই বাজি ফাটে ওই গরুর। হিমাচলপ্রদেশের এই ঘটনায় ইতিমধ্যেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।
জানা গেছে আহত ওই গরুর নাম নন্দিনী। এই আচরণের বিচার চেয়ে টুইটারে ট্রেন্ড হয়েছে জাস্টিস ফর নন্দিনী। গরুর মালিক গুরুদয়াল সিং বলেন, তাঁর কোনও প্রতিবেশী সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ড করেছে। ইতিমধ্যে এফআইআর করা হয়েছে। এক ব্যক্তি টুইট করেন, ” প্রথমে হাতি, তারপর গরু। সত্যি কি মানবিকতা বেঁচে আছে? “































































































































