করোনায় আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী? তেমনই ধারণা করা হচ্ছে। কোনওরকম সময় না নিয়ে তাই আইসোলেশনে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর জ্বর, গলাব্যথা। নিজেই চলে গিয়েছেন কোয়ারান্টাইনে। আগামিকাল তাঁর করোনা পরীক্ষা হবে। পরিবারে স্ত্রী, পুত্র, কন্যাও কোয়ারান্টাইনে চলে গিয়েছেন। ফলে আমলা মহলেও অস্থির পরিবেশ। দেখা হচ্ছে, বিগত কয়েক দিনে মুখ্যমন্ত্রীর কাছাকাছি কারা এসেছিলে।