দেশের প্রথম সৌরশক্তি চালিত নৌকা ‘আদিত্য ’ কে নিয়ে রীতিমতো স্বপ্ন দেখছেন নৌকা প্রেমীরা। বিশ্ব ফেরি প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পেয়েছে আদিত্য । মোট ১২টি নৌকা প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে। এদের মধ্যে কেরলের এই নৌকাটিই এশিয়ার হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছে।
এই প্রতিযোগিতায় মোট তিনটি বিভাগ আছে। প্রথমত, বিদ্যুৎচালিত আট মিটার লম্বা নৌকা। আট মিটারের বেশি বিদ্যুৎচালিত নৌকা এবং সৌরশক্তি চালিত নৌকা।
কেরল রাজ্য জল পরিবহন দফতর বা কেএসডব্লুটিডি–র তৈরি এই নৌকাটি কোচিতে তৈরি হয়েছে। সৌরশক্তি চালিত আদিত্যর সাফল্যে উৎসাহিত হয়ে কেএসডব্লুটিডি আরও এধরনের নৌকা নামানোর পরিকল্পনা করেছে। জানা গিয়েছে, প্রতিদিন এই নৌকা চালাতে খরচ হয় মাত্র ১৮০ টাকা। অথচ ডিজেল চালিত নৌকার খরচ দিন প্রতি ৮০০০ টাকা। প্রতিদিন ২২টা ট্রিপ করতে পারে আদিত্য। প্রতি ট্রিপে ৭৫ জন যাত্রী বহন করতে পারে এই বিশেষ নৌকাটি। ইতিমধ্যেই এই নৌকাটিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.