করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল মোহনবাগানের প্রাক্তন খেলোয়াড় ই হামসাকোয়ারের। কেরলে দেশের বাড়িতে মৃত্যু হল প্রাক্তন এই মোহনবাগানীর।
মোহনবাগান ছাড়াও মহামেডানের হয়ে খেলেছিলেন হামসাকোয়ার। সন্তোষ ট্রফিতে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করতেন। তাই থাকতেন সেখানেই। গত ২১মে স্ত্রী, পুত্র, পুত্রবধূ, দুই নাতি-নাতনিকে নিয়ে কেরলে দেশের বাড়িতে যান। গিয়েই অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় করোনা পজেটিভ আসে। পরিবারের অন্য ৫ সদস্যও করোনা ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তারা সকলেই চিকিৎসাধীন। এরপরই অবস্থার অবনতি হতে থাকে হামসাকোয়ার। বছর ৬৭-র প্রাক্তন ফুটবলারটি নিউমোনিয়ায় আক্রান্ত হন, ছিল কার্ডিয়াক সমস্যা, তার সঙ্গে যোগ হয় শ্বাসকষ্ট। অবস্থার উন্নতি হচ্ছে না দেখে চিকিৎসকরা প্লাজমা থেরাপির নির্দেশ দেন। কিন্তু তাতেও সুস্থ হননি প্রাক্তন ফুটবলার। আজ শনিবার ভোরে তিনি মারা যান।
প্রাক্তন মোহনবাগানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আই লিগে কেরল ফুটবল দল গোকুলাম কেরল এফসি। স্তব্ধ মোহনবাগান।






























































































































