রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই!

0
2

গোটা দেশের মতোই রাজ্যে করোনা সংক্রমণ ক্রমাগত ভয়ঙ্কর রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আরও ২৭২ জনের শরীরে মিলল কোভিড-১৯ মারণ ভাইরাস। ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৩০৩।

একইসঙ্গে এই ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১১জন করোনা রোগীর। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৯৪।

আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ২৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৪ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২ হাজার ৯১২।