পাকিস্তানের হিন্দুবিরোধী ভিডিওকে তেলেনিপাড়ার ভিডিও বলে চালিয়েছে বিজেপি, জোরালো দাবি ফিরহাদের

0
2

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম না করে পরোক্ষে করোনা সংক্রমনের জন্য কেন্দ্রকে দায়ী করলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। অপরদিকে, গুজরাত ও উত্তরপ্রদেশে আক্রান্তের সংখ্যা ঢাকতে বিজেপি পশ্চিমবঙ্গে বেশি করে করোনা ঢোকাচ্ছে, এদিন এমনই তোপ দাগেন পুরমন্ত্রী।

এছাড়াও বিজেপিকে এক হাত নিয়ে তিনি বলেন, দিল্লির বাসস্ট্যান্ডে এত শ্রমিক ভিড় জমিয়েছিল, উত্তরপ্রদেশের শ্রমিকদের গায়ে জীবাণুনাশক স্প্রে করা হয়েছিল, এমনকি মুম্বইয়ে হাজার হাজার শ্রমিক বাড়ি ফেরার জন্য স্টেশনে একত্র হয়েছিল। আগে থেকে লকডাউন করেননি কেন? কেন আগে থাকতেই শ্রমিক স্পেশাল ট্রেনগুলি চালানো হলো না? এমনও প্রশ্ন তোলেন ফিরহাদ হাকিম।

অন্যদিকে, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করে ফিরহাদ বলেন, ২৯ তারিখ যখন মুখ্যমন্ত্রী লকডাউন শিথিল করার কথা বললেন তখন তিনি ঝামেলা করলেন। এদিকে ঠিক তার পরের দিনই যখন কেন্দ্র লকডাউন শিথিল করার কথা ঘোষণা করল তখন তাঁর ঠোঁট মুখ ভোঁতা হয়ে গেলো।

একইসঙ্গে, করোনা-আমফান বিপর্যয়ের কঠিন পরিস্থিতিতে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে বলে অভিযোগ করেন ফিরহাদ হাকিম। হুগলির তেলেনিপাড়ায় যে অশান্তির ছবি প্রকাশ্যে এসেছিল সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, হুগলির তেলেনিপাড়ার ঝামেলাকে সাম্প্রদায়িক ছাপ দিয়েছে বিজেপি। এমনকি, পাকিস্তানের হিন্দুবিরোধী ভিডিওকে তেলেনিপাড়ার ভিডিও বলে চালাতে চেয়েছিল বিজেপি। কিন্তু প্রশাসন তা ধরে ফেলেছে।

সবশেষে ফিরহাদ হাকিম বলেন, ”বিজেপির বিরোধিতা করলেই ওরা সিবিআই-এর ভয় দেখায়। “মিথ্যা মামলা দেয়। আমাকে সিবিআই গ্রেফতার করুক। জেলে যাবো, কিন্তু বিজেপি বিরোধিতা করে যাবো। বিজেপি সত্যকে ভয় পায়। আমি সত্যের পথে বিজেপিকে হারাবো”।