হ্রদ থেকে উঠে আসছে আস্ত একটি গ্রাম। হ্যাঁ ঠিকই পড়ছেন ।এই ঘটনা ইতালির । এই গ্রামটি দীর্ঘ ৭৩ বছর ধরে একটি হ্রদে ডুবে রয়েছে। কিছু মানুষ গ্রামে মন্দ আত্মা এবং প্রেত ছিল বলে মনে করেন। তাই হ্রদ নির্মিত করা হয়েছিল এবং গ্রামটিকে হ্রদে ডুবিয়ে দেওয়া হয়েছিল।
এই গ্রামের নাম ফ্যাব্রিচে ডি কেয়ারগিজিন। গ্রামটি ১৯৪৪ সাল থেকে ওয়াগলি লেকে সমাহিত। প্রায় ৭৩ বছর ধরে জলে বন্দী এই গ্রামটি এখন পর্যন্ত মাত্র চারবার দেখা গিয়েছে। ১৯৫৮, ১৯৭৪,১৯৮৩ এবং ১৯৯৪ সালে। তারপরে ওখানে বেড়াতেও যান অনেকে।

এখন আবার এই হ্রদের জল হ্রাস পাচ্ছে এবং এই গ্রামটি ধিরে ধিরে বের হচ্ছে। বলা হয় যে ফ্যাব্রিক ডি ক্যারিন গ্রামে ১৩ শতাব্দীতে বসতি স্থাপন করেছিলেন। এই গ্রাম থেকে লোহা তৈরি হত। কামারদের বসবাস ছিল গ্রামটিতে।
ইতালির লুস্কা প্রদেশের টাস্কানি শহরে অবস্থিত এই গ্রামটি দেখার সুযোগ আবার পরে ফিরে আসছে। এই গ্রামটি ৩৪ মিলিয়ন ঘনমিটার ওয়াগালি হ্রদের জলে ডুবে থাকে ।
ইতালির ইনেল সংস্থা জানিয়েছে যে তারা এই হ্রদটি খালি করবে এবং কয়েকদিনের জন্য গ্রামটি আবার দেখা যাবে। এই গ্রাম আবার দেখা গেলে পর্যটন বাড়বে বলে আশা করছে সরকার।




























































































































