রেশন নিয়ে হাইকোর্টে পিটিশন দাখিল বিজেপির

0
2

রেশন নিয়ে হাইকোর্টে পিটিশন দাখিল করল বিজেপি। শুক্রবার রাজ্য বিজেপির মিডিয়া ইনচার্জ সপ্তর্ষি চৌধুরী পিটিশন দাখিল করেন। তিনি উল্লেখ করেছেন-

১. প্রতিটি রেশন দোকানের বাইরে রেশন গ্রাহকদের নামের তালিকা রাখতে হবে। যাতে সংশ্লিষ্ট গ্রাহকের সমস্যা না হয়।

২. স্বচ্ছ রেশন ব্যবস্থা চালু করতে হবে। যাতে বৃহৎ অংশের সাধারণ মানুষ উপকৃত হয়।

৩. দুর্নীতিগ্রস্ত রেশন ডিলার এবং যেসব আধিকারিকরা সংশ্লিষ্ট কাজে যুক্ত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এদিন হাইকোর্ট জানিয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে নজর দিতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
পরবর্তী শুনানি ১১ জুনে রাজ্য সরকারকে জানাতে হবে কী ব্যবস্থা তারা নিয়েছে। পাশাপাশি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অভিযোগ করেছে, গোডাউন থেকে চাল নিচ্ছে না রাজ্য সরকার। শুক্রবার হাইকোর্ট জানায়, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই মন্তব্যের উত্তর দিতে হবে রাজ্য সরকারকে।