করোনা- কারণে চলতি বছরে কোনও নতুন প্রকল্প নয়, জানিয়ে দিলো কেন্দ্র

0
4

করোনা-কারণে চলতি বছরে একটিও নতুন সরকারি প্রকল্পের উদ্যোগ নেওয়া হবে না, শুক্রবার স্পষ্টভাবেই একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ বাজেটের আওতায় থাকা অনুমোদিত প্রকল্পগুলিকেও আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করে দেওয়া হল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেছেন, ২৫ মার্চ থেকে টানা লকডাউন চালিয়েও করোনা সংক্রমণ রোখা যায়নি। এই পরিস্থিতিতে আপাতত করোনা সঙ্কটের মোকাবিলাই প্রধান লক্ষ্য৷ সে কারনেই নতুন আর সরকারি কোনও প্রকল্পের ঘোষণা করার কথা ভাবা হচ্ছে না। সমস্ত মন্ত্রককে ইতিমধ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, নতুন কোনও প্রকল্পের অনুমোদনের জন্যে যেন তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে সমস্ত সুপারিশ করা বন্ধ করে দেয়। তবে অর্থমন্ত্রী বলেছেন, কেবলমাত্র প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এবং আত্মনির্ভর ভারতের আওতায় যে ঘোষণাগুলি করা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে সেগুলির পিছনেই এখন খরচ করার অনুমতি দেওয়া হবে, অন্য কিছুতে নয়৷ অর্থমন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কোভিড -১৯ মহামারির প্রেক্ষিতে সাধারণ মানুষের কাছে এখন টাকার খুবই প্রয়োজন। এই পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে সেই সংস্থানগুলি করার দিকেই জোর দেওয়ার প্রয়োজন রয়েছে” । তবে পাশাপাশি বলা হয়েছে যে, এই অবস্থানের থেকে ব্যতিক্রমী কোনও পদক্ষেপ নিতে হলে তার অনুমোদন নিতে হবে সরকারের থেকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দেশে গত ২৪ ঘণ্টার মধ্যে ওই রোগে আক্রান্ত হয়েছেন আরও ৯৮৫১ জন, আর মারা গেছেন ২৭৩ জন। সব মিলিয়ে সারা দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত মোট ২,২৬,৭৭০ জন। করোনাভাইরাস এদেশে প্রাণ কেড়েছে মোট ৬,৩৪৮ জনের।

কোভিড মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশগুলির তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন এবং ইতালির পরেই ভারত সপ্তম স্থানে রয়েছে। মৃত্যুর হারের বিচারে ভারত বর্তমানে ১২ নম্বর স্থানে আছে৷ নতুন করে করোনা সংক্রমণ ছড়ানোর হিসাবে ভারত এখন বিশ্বের সব দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ।