বিপদ বাড়ছে ট্রাম্পের, সেনা নামানোর বিরোধিতায় ইস্তফা মার্কিন প্রতিরক্ষা সচিবের

0
2

ঘরোয়া বিক্ষোভ দমন করতে সেনা নামানোর প্রতিবাদ জানিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিবের পদে ইস্তফা দিলেন মার্ক টি এসপার৷ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে চরম মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত ৷ ইস্তফা দিয়ে এসপার বলেছেন, “আমেরিকার শহরগুলিতে যে প্রতিবাদ-বিক্ষোভের ঢেউ বইছে, তা নিয়ন্ত্রণ করার জন্য এখনই কর্মরত সৈন্যদের নামানোর কোনও প্রয়োজনই ছিলোনা।”

ওদিকে, মার্কিন প্রেসিডেন্ট তথা সেনাবাহিনীর প্রধান ডোনাল্ড ট্রাম্প সেনা নামানোর পক্ষে বলেছেন, “বিক্ষোভ দমনে সেনা নামানো দরকার এখনই”।

সেনাবাহিনী নামানো নিয়ে
মার্কিন প্রশাসন দ্বিধাবিভক্ত৷ প্রশাসনের একাধিক শীর্ষ কর্তার আশঙ্কা, এর পরে আমেরিকায় ফৌজি আইন জারি করার চেষ্টায় সেনাবাহিনীকে কাজে লাগানো হতে পারে।
পেন্টাগনে এক সাংবাদিক সম্মেলনে প্রতিরক্ষা সচিব বলেছেন, “দেশের অভ্যন্তরে আইনের শাসন বজায় রাখতে সেনাবাহিনীকে একমাত্র শেষ উপায় হিসাবে কাজে লাগানো উচিত৷ পরিস্থিতি যদি একেবারে হাতের বাইরে চলে যায়, তখনই। এখনও এমন পরিস্থিতি আসেনি৷ তার আগেই নামানো হয়েছে সেনা৷”
এসপারের এই মন্তব্যে ক্ষুব্ধ প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে ডেকে এসপারকে ভর্ৎসনা করেন বলেও জানা গিয়েছে৷ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখনও এসপারের উপরে আস্থা আছে কি না জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের প্রেস সচিব কেলে ম্যাকন্যানি বলেছেন, “প্রেসিডেন্ট আস্থা হারিয়েছেন কি না তা ভবিষ্যতে জানা যাবে”৷ এদিকে, পেন্টাগনের সিনিয়র নেতারা চিন্তিত, কারন, সেনাবাহিনীর ৪০ শতাংশ কর্মী অ-শ্বেতাঙ্গ।