ফের বিদেশি সংস্থার বিনিয়োগ জিওতে

0
3

লকডাউনের মধ্যেই ফের বিদেশি সংস্থা বিনিয়োগ করল জিওতে। ফেসবুক থেকে কেকেআরের মতো মার্কিন সংস্থা আগেই বিনিয়োগ করেছে। এবার জিও-তে ৯,০৯৩ কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা আবু ধাবির সংস্থা মুবাডালার। সূত্রের খবর, সব মিলিয়ে ৮৭,৬৫৫ কোটি টাকা বিদেশি বিনিয়োগ এনেছে রিলায়েন্সের ডিজিটাল ইউনিট।

জিও- র ১.৮৫ শতাংশ শেয়ার কিনতে চলেছে মুবাডালার। আবুধাবির এই সংস্থার মোট সম্পত্তির পরিমাণ ২২৯ বিলিয়ন ডলার ৷ সংস্থার ইক্যুয়িটি ভ্যালু ৪.৯১ লক্ষ কোটি টাকা এবং মূল্য ৫.১৬ লক্ষ কোটি টাকা। এর আগে জিওতে বিনিয়োগ করেছে ফেসবুক, জেনারেল অ্যাটলান্টিক, সিলভার লেক, ভিস্তা ইক্যুয়িটি পার্টনার্স এবং কেকেআর।

করোনা সংক্রমণ এবং লকডাউনের ফলে বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্য ধাক্কা খেয়েছে। ক্ষতির মুখোমুখি হয়েছে একাধিক সংস্থা। কিন্তু এরই মধ্যে বিদেশি বিনিয়োগ আনতে পেরেছে জিও। বিশেষজ্ঞদের মতে, জিও এখন দুনিয়ার অন্যতম সম্ভাবনাময় ডিজিটাল ব্র্যান্ড। তাই জিও নিয়ে আগ্রহ রয়েছে বিদেশি লগ্নিকারীদের।