সবকিছু ঠিক থাকলে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে শুরু হবে করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেট। সূচি অনুযায়ী ২১ দিনের মধ্যে তিনটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল। আগামী ৮ জুলাই সাউদাম্পটনে শুরু হবে প্রথম টেস্ট। পরের দুই ম্যাচ হবে ওল্ড ট্র্যাফোর্ডে, ১৬ জুলাই ও ২৪ জুলাই থেকে। দর্শকশূন্য স্টেডিয়ামে হতে যাওয়া সিরিজে খেলতে ইংল্যান্ডে যেতে চান না তিন ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার। এমনটাই দাবি করেছে বৃটিশ দৈনিক ডেইলি মেইল। তবে সেই তিন ক্রিকেটারের নাম প্রকাশ করেনি তারা।
আসলে করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী দেখা দেওয়া স্বাস্থ্য সংকট নিয়ে তাঁরা চিন্তিত । সেকারণেই জো রুটদের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড উড়ে যেতে সম্মত হলেন না ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার।
বৃটিশ সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম সিরিজের নতুন সূচি ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজটি হওয়ার কথা ছিল মূলত ৪ জুন থেকে। ভেন্যু ছিল দ্য ওভাল, এজবাস্টন ও লর্ডস। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে তা স্থগিত হয়ে যায়।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.