হাতি হত্যাকাণ্ডে অপরাধীদের কঠোর শাস্তির দাবি টাটা ও কেন্দ্রীয় মন্ত্রীর

0
2

হাতি মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশে। ধিক্কার আর নিন্দায় ভরেছে সোশ্যাল মিডিয়া। অপরাধীদের খুঁজে বার করার আশ্বাস দিয়েছে কেরল মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিল্পপতি রতন টাটা। সঙ্গে অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিও করেছেন। তিনি টুইটারে পোস্ট করে লিখেছেন, “আমি মর্মাহত, স্তম্ভিত। একটি অবোলা, গর্ভবতী হাতিকে কীভাবে বিস্ফোরক ভর্তি আনারস খাওয়াতে পারে মানুষ! কতটা নিষ্ঠুর হতে পারলে এই কাজ করা যায়।”

এমন নৃশংস ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর টুইট করে বলেছেন, “বাজি বা বিস্ফোরক খাইয়ে প্রাণী হত্যা ভারতীয় সংস্কৃতির মধ্যেই পড়ে না। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, প্রতিটি বিষয় খুঁটিয়ে দেখা হবে। দৃষ্টান্তমূলক শাস্তি পাবে অপরাধীরা।” তিনি আরও বলেন, ” হাতিটি বিস্ফোরক ঠাসা আনারস খেয়েছিল মল্লপুরমে, কিন্তু তার মৃত্যু হয় পালাক্কাড়ে। রক্তাক্ত শুঁড়, ক্ষতবিক্ষত মুখ নিয়ে হাতিটি কয়েকদিন ছুটে বেড়িয়েছিল। শেষে পালাক্কাড়ের একটি নদীতে নেমে ঠায় দাঁড়িয়েছিল।”