ক্যাপ্টেনকে ফেরালেন প্রশান্ত কিশোর, কেন জানেন?

0
3

আর ভার নিতে চান না- মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর। তাঁর কাঁধে এখন দুই বড় রাজ্যের দায়িত্ব- পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু। ২০২১-এ দুই রাজ্যেই ভোট। তাই এখন সেদিকেই ফোকাস করতে চান প্রশান্ত কিশোর। বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনর্নির্বাচিত করা আর তামিলনাড়ুতে এম কে স্ট্যালিনকে ক্ষমতায় আনা- এই দুই লক্ষ্য তাঁর। সেই কারণেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের প্রস্তাব আপাতত ফেরালে প্রশান্ত কিশোর। ২০২২ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে প্রচারের দায়িত্ব প্রশান্তকে দিতে চাইছিলেন ক্যাপ্টেন। সে বিষয়ে একপ্রস্থ আলোচনাও হয় দুজনের মধ্যে। কিন্তু প্রশান্ত কিশোর রাজি হননি।

তবে ক্যাপ্টেন হাল ছাড়তে রাজি নন। ২০১৭-র পর ২০২২, প্রশান্তকে চান তিনি। কারণ ২০১৭ -তে পঞ্জাবে ক্ষমতায় আসেন অমরিন্দর সিং। সেই জয়ের নেপথ্যে ছিলেন এই প্রশান্ত কিশোর। এবারও তাই ক্যাপ্টেন চাইছেন প্রশান্ত কিশোরই প্রচার পরিকল্পনার দায়িত্ব নিন। কিন্তু দুই রাজ্যের দায়িত্ব ছাড়াও মধ্যপ্রদেশের ২৪টি আসনের উপনির্বাচনেরও দায়িত্ব নিয়েছেন প্রশান্ত কিশোর। এই অবস্থায় তাঁর পক্ষে পঞ্জাবের দায়িত্ব নেওয়া কঠিন হবে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন প্রশান্ত।