গোটা দেশের মতই রাজ্যেও করোনা আক্রান্তর সংখ্যা বাড়ছে লাফিয়ে। মে মাসের শেষ থেকে জুনের চলতি প্রথম সপ্তাহের রাজ্যে করোনা সংক্রমণ কার্যত ক্রমবর্ধমান।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪০ জনের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬,৫০৮। এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ১০ জন করোনা রোগীর। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৭৩।
আজ, বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩,৫৮৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭০ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ২,৫৮০।





























































































































