“পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়া হচ্ছে”, অভিযোগ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

0
7

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কিন্তু কেউ কেউ পরিযায়ী শ্রমিকদের প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন। নবান্নে সাংবাদিকদের অভিযোগ করলেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অনেকে বলছে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ঢুকতে দেওয়া হচ্ছে না। ঢুকতে না দিলে রাজ্যে এত লোক আসছে কী করে?”

মুখ্যমন্ত্রী জানান,১০ জুনের মধ্যে ১০ লক্ষ মানুষ ঢুকছেন রাজ্যে।পরিযায়ী শ্রমিকদের ফেরানোর ট্রেন ভাড়া মিটিয়ে রাজ্য সরকার। শুধু তাই নয়, লকডাউনের প্রথম থেকেই প্রকল্প তৈরি করে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মত মুখ্যমন্ত্রীর।