‘তফাৎ যাও’- করোনার ত্রাসে এটা বীজমন্ত্র করেছে অনেক দেশই। সামাজিক দূরত্ব বিধি কঠোরভাবে মানতে জুন মাস থেকে চূড়ান্ত নিয়ম জারি করল ইংল্যান্ড। নতুন আইনে এক বাড়িতে থাকলেই একমাত্র শারীরিক মিলনে ছাড় দেওয়া হয়েছে। বাড়ির বাইরে অন্য কারও সঙ্গে যৌন মিলন কঠোর ভাবে নিষিদ্ধ। ১ জুন থেকেই এই নতুন নিয়ম চালু হচ্ছে।
মারাত্মক ছোঁয়াচে কোভিড–১৯ উপসর্গহীন হয়েও থাকতে পারে বলে, কে যে গোপনে তা বহন করেছে দেখে বোঝার উপায় নেই। সেই কারণেই এই বিধি।
শুধু তাই নয়, এতদিন পর্যন্ত বাড়িতে অতিথি সমাগমে হলে শুধু অতিথিই দোষী হতেন, এখন যাঁর কাছে গিয়েছেন এবং যিনি গিয়েছেন দু’জনকেই দোষী মানা হবে।
সোমবার, পার্লামেন্টে যে আইনটি পেশ করা হয়েছে তাতে লেখা আছে, পারস্পরিক মেলামেশা বা একসঙ্গে কোনও কাজ করার জন্য দুই বা তার বেশি মানুষ এক জায়গায় মিলিত হলে তাকে সমবেত হওয়া বলা হচ্ছ। এই সমবেত হওয়াকেই নিষিদ্ধ করা হয়েছে। এই আইনে স্পষ্ট বলা হয়েছে, একই বাড়িতে বসবাস করেন না এমন দুই ব্যক্তির মধ্যে অন্তত দেড় মিটারের ব্যবধান রাখতে হবে।
এছাড়া খেলা, শেষকৃত্যে উপস্থিত হওয়া বা সংঘর্ষ বাধলে পালানো ছাড়া দুজন মানুষ দেড় মিটারের মধ্যে থাকতে পারবে না।




























































































































