Big breaking : বন্যা বিধ্বস্ত অসমে ভয়াবহ ভূমিধস, মৃত অনেক

0
3

বন্যা বিধ্বস্ত অসমে ভয়াবহ ভূমিধস। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

মঙ্গলবার দক্ষিণ অসমে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে বেশিরভাগ দক্ষিণ অসমের বারাক উপত্যকা এলাকার বাসিন্দা। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই ওই এলাকায় অতিভারী বৃষ্টি হয়। দুর্ঘটনার পরেই সেখানে পৌঁছিয়েছে উদ্ধারকারী দল।

চলছে উদ্ধারকাজ। ধসে পড়া মাটি বা ভাঙা বাড়ির নীচে আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ধস সরানোর পরে মৃত এবং আহতের সংখ্যা বাড়তে পারার আশঙ্কা রয়েছে।