করোনা থেকে বাঁচতে প্রতিষেধক খুঁজছে গোটা বিশ্ব। এই ভাইরাস নিয়ে নয়া তথ্য দিচ্ছেন গবেষকরা। এবার উঠে এলো আরও এক তথ্য। জানা যাচ্ছে ভৌগোলিক অবস্থানের নিরিখে সংক্রমণের মাত্রা কম বেশি হতে পারে।
মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট রেসপিরেটারি ফিজোলজি ও নিউরোবায়েলজি শীর্ষক জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র তুলে ধরেছে। যেখানে উল্লেখ করা হয়েছে ভৌগলিক অবস্থানের নিরিখে করোনা সংক্রমণ হওয়ার সম্ভবনা কম বা বেশি থাকে।
গবেষণা অনুযায়ী, উচ্চ অক্ষাংশে বসবাস করলে করোনার সংক্রমণ কম হতে পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার উপরে থাকলে বা ৯৮৪২ ফুট উপরে যাঁরা থাকেন তাঁদের ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। পেরুর আন্দিয়ান উপত্যকার ৪ লক্ষ ২০ হাজার মানুষকে নিয়ে এ পরীক্ষা করা হয়। ওই অঞ্চলে ম্যাক্সিকো, চিন, ও ব্রিটেন থেকে আসা পর্যটকদেরই মৃত্যু হয়েছে। কিন্তু স্থানীয়দের মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই ধরনের বেশ কিছু তথ্য এক করে গবেষকদের ধারণা, ভৌগলিক অবস্থান সংক্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।




























































































































