ঘূর্ণিঝড় ‘আমান্ডা’র দাপটে মৃত ১৪, নিখোঁজ বহু

0
2

ফের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে প্রাণ হারালেন ১৪ জন। প্রশান্ত মহাসাগর উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘আমান্ড’। রবিবার ঝড়ের জেরে এল সালভাডোর ও গুয়াতেমালা লন্ডভন্ড হয়ে গিয়েছে। ব্যাপক বন্যার কবলে পড়েছেন সাধারণ মানুষ। বিদ্যুৎহীন গোটা এলাকা। নিখোঁজ বহু মানুষ।

এই পরিস্থিতিতে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন এল সালভাডোরের প্রেসিডেন্ট। সেখানকার মন্ত্রী মারিও দুরান জানান, বাড়তে পারে মৃতের সংখ্যা। আমান্ডার জেরে বহু গাছ পড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২০০ টি বাড়ি।

পরিস্থিতি মোকাবেলা করতে নামানো হয়েছে সেনা। বন্যার মধ্যে চলছে উদ্ধারের কাজ। স্থানীয়রা অনেকেই বাসস্থান হারিয়েছে। একাধিক ল্যান্ড স্লাইডের আশঙ্কা করছে প্রশাসন।
বন্যাবিধ্বস্ত এল সালভাডোরের অন্তত ৯০ শতাংশ বাসিন্দা। গুয়াতেমালার রাস্তা বন্ধ হওয়ার উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। আবহাওয়াবিদদের আশঙ্কা, ‘আমান্ডা’ দুর্বল হলেও বৃষ্টি জারি থাকবে।