সঠিক সময়ে আন্দামান ও নিকোবরে বর্ষা ঢুকেছে। কেরলেও হয়নি তার ব্যতিক্রম। ইতিমধ্যেই দক্ষিণের এই রাজ্যে বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতর ঘোষণা করেছে,
নির্দিষ্ট সময়েই ভারতের মূল ভূখণ্ডে ঢুকছে বর্ষা। এবং সেই বর্ষা স্বাভাবিক ছন্দে থাকবে।
জানা যাচ্ছে, উত্তরবঙ্গে শীঘ্রই মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে। দক্ষিণবঙ্গেও আগামী সপ্তাহে বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে, দু’টি নিম্নচাপ অক্ষেরেখার প্রভাব রয়েছে পশ্চিমবঙ্গে। একটি রয়েছে উত্তরবঙ্গে, যার জেরে সেখানে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টি আপাতত চলবে।
অন্যদিকে ওড়িশায় একটি অক্ষরেখা অবস্থান করায়, তার প্রভাব পড়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এসবের কারণে চলতি সপ্তাহে গোটা রাজ্যেই প্রাক বর্ষার বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে বর্ষার বৃষ্টি নিয়ে প্রথম পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। তারা বলেছিল, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চারমাসের বর্ষার মরশুমে ১০০ শতাংশ স্বাভাবিক বৃষ্টি হতে পারে। কিন্তু এখন তারা জানাচ্ছে, এবার স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি বৃষ্টিপাত হবে।





























































































































