গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। চিকিৎসার জন্য তিনি গিয়েছেন লন্ডনে। কিছুদিন আগে শোনা গিয়েছিল এমনটাই। কিন্তু সম্প্রতি তোলা এক ছবিতে দেখা গিয়েছে, লন্ডনে এক রেস্তোরাঁয় বসে চা পান করছেন ৭০ বছর বয়সী শরিফ! সঙ্গে আছেন তাঁর নাতনি।শরিফের পরনে নীল সালোয়ার কামিজ। মাথায় টুপি। দেখে মনেই হচ্ছে না শরিফ অসুস্থ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ঘটেছে বিপত্তি। এর পরেই সরব হয়েছেন পাকিস্তানে শাসক তেহরিক ই ইনসাফ দলের সদস্যরা। তাঁদের দাবি, শরিফকে অবিলম্বে পাকিস্তানে ফিরিয়ে আনা হোক।
পাকিস্তানের কয়েকজন মন্ত্রী বলেছেন, ছবি দেখে মনে হচ্ছে, শরিফ খোশ মেজাজে লন্ডনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকী করোনা অতিমহামারীর সময় তিনি মাস্ক পর্যন্ত পরেননি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেন, “শরিফের ছবি দেখেই বোঝা যাচ্ছে, আমাদের আইন ও বিচার ব্যবস্থা কীভাবে কাজ করে।” তাঁর ধারণা, ওই ছবি দেখলে মানুষ আর প্রশাসনের ওপরে ভরসা রাখতে পারবে না। প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহবাজ গিল বলেন, শরিফ আদালতে মিথ্যা কথা বলে লন্ডনে গিয়েছেন। তাঁর কথায়, “শরিফের মতো লোক ভাবেন, দেশের মানুষ বোকা।”
শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ এই ছবির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর বাবাকে অপমান করার উদ্দেশ্যে কেউ ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তাঁর ইঙ্গিত, সরকারের কর্তাব্যক্তিরাই ওই ছবি ফাঁস করেছেন। কিন্তু তাঁদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। শরিফকে সুস্থ দেখে দেশে তাঁর সমর্থকরা খুশি হয়েছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.