দেবজিৎকে সরিয়ে বিজেপির যুব সভাপতি সৌমিত্র খাঁ

0
2

দেবজিৎ সরকার অপসারিত।

বিজেপির যুব শাখার সভাপতি করা হল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে। উল্লেখ্য, একসময় কংগ্রেসের বিধায়ক থাকলেও সৌমিত্র পরে তৃণমূলের যুব শাখার রাজ্য সভাপতি হয়েছিলেন। পরে তিনি বিজেপিতে গিয়ে সাংসদ হন। এবার সেখানকার যুব সভাপতি হলেন। তাঁর নিয়োগের কথা ঘোষণা করেছেন দিলীপ ঘোষ। সৌমিত্র তৃণমূলের কট্টর বিরোধী বলে পরিচিত।