ভিক্ষুক রাজুর প্রশংসা খোদ প্রধানমন্ত্রীর মুখে! কেন?  

0
2

পাঠানকোটের রাজু। বিশেষভাবে সক্ষম এই যুবক৷ পাঠানকোটে ভিক্ষা করেন তিনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে তার কথা বলেছেন! কিন্তু কেন? ‘মন কী বাত’ অনুষ্ঠানে এই রাজুর কথা উল্লেখ করেন মোদি৷ স্বাভাবিকভাবেই সকলের উৎসাহ হয় তাঁকে জানতে৷ জানা যায়, করোনা থেকে বাঁচতে যে লকডাউন, তাতে সকলকে সাহায্য করছেন রাজু৷ সবাইকে মাস্ক দিচ্ছেন এবং বিলি করছেন রেশন৷ তবে এই যুবককে দেখলে বোঝা যবে কেন তাঁর কথা নিজের রেডিও অনুষ্ঠানে বলেছেন খোদ প্রধানমন্ত্রী৷
রাজু হুইল চেয়ারে বসে বসে ভিক্ষা করে নিজের পেট চালান৷ কিন্তু লকডাউনের সময় সেই ভিক্ষার টাকা দিয়েই তিনি সাহায্য করছেন অন্যদের৷  এটাই অনুপ্ররণা জোগাচ্ছে বহু মানুষকে৷

কী ভাবে পরেন তিনি? রাজুর জবাব , “আমার মত অনেকেই রয়েছেন যারা ভিক্ষা করে দিন গুজরান করেন৷ আমি যা রোজগার করি ভিক্ষা করে, সেটা অন্যদের জন্য খরচ করি৷”শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার রাজু৷ ভিক্ষার ওপর নির্ভরশীল৷ কিন্তু এই মানুষটাই অন্যদের জন্য বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত৷ দেশে এই মুহূর্তে বহু মানুষ খুব অসহায়৷ তাঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন রাজু। এক কথায় এই রাজুরাই আমাদের দেশের আসল হিরো।

 


Divyang Raju, who touched PM Modi’s mind,