ডিসেম্বরের শেষে করোনা আক্রান্ত হতে পারেন অর্ধেক ভারতবাসী!

0
4

দেশ জুড়ে শেষ হয়েছে চার দফার লকডাউন। কিন্তু কোনওভাবেই বাগে আনা যাচ্ছে না করোনা সংক্রমণ। চতুর্থ দফার লকডাউনের শেষ দিন ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৮০। এই অবস্থায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কর্নাটকের হেলথ টাস্ক ফোর্সের নোডাল অফিসার ভি রবি।

তাঁর মতে ডিসেম্বরের মধ্যে অর্ধেক ভারতবাসী করোনা আক্রান্ত হবেন।

ভি রবির আশঙ্কা জুন থেকে বাড়বে সংক্রমণ। দেশের করোনা সংক্রমণ এখনও শীর্ষে পৌঁছায়নি বলে জানিয়েছেন তিনি। মহল্লা সংক্রমণ শুরু হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন বহু বিশেষজ্ঞ। ভি রবি বলেন, চলতি বছর ডিসেম্বরের শেষে দেশে মোট জনসংখ্যার অর্ধেক আক্রান্ত হবেন। যার মধ্যে ৯০ শতাংশ জানতেই পারবেন না তাঁরা করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বলেন, ৫ থেকে ১০ শতাংশের চিকিৎসায় হাই-ফ্লো অক্সিজেনের প্রয়োজন হবে। আর ৫ শতাংশের জন্য ভেন্টিলেটরের প্রয়োজন পড়বে।

রাজ্যগুলির স্বাস্থ্যে বিনিয়োগ বাড়ানো উচিত বলে মনে করেন ভি রবি। যেসব জায়গায় ইনটেনসিভ মেডিক্যাল কেয়ারের প্রয়োজন সেখানে বাড়াতে হবে বিনিয়োগ। প্রতিটি জেলায় অন্তত দুটি করে ল্যাব খোলার কথা বলেছে কেন্দ্রীয় সরকার। মানুষকে ভাইরাস নিয়েই বাঁচার অন্য উপায় বের করতে হবে বলে মনে করেন তিনি।